ঢাকা ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা কমরেড রাশেদ খান মেনন আজ এক বিবৃতিতে শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুল মুকিত হাওলাদার হৃদয় এক মাস যাবৎ পায়ে আঘাত জনিত সংক্রমণে ভুগছিলেন। মাঝখানে তার হার্ট এ্যাটাক হলে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় কিন্তু তাকে আর ফেরানো যায়নি। তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন। মেনন, তার স্ত্রী-মেয়েসহ পরিবারের সকল সদস্যের প্রতি গভীর শোক সমবেদনা ও সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে তার জানাযায় ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ শরিক হন। পরে নেতৃবৃন্দ কমরেড রাশেদ খান মেনন এমপির পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত হাওলাদারের মৃত্যুতে মেননের শোক
0
80