বগুড়া প্রতিনিধিঃ আজ বিকাল ৩ টায় নশিপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রাজ্জাক ব্রিগেডের উদ্যোগে করেনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরন করা হয়। এবং এক কর্মি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন নশিপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোশারফ হোসেন। বক্তব্য রাখেন জেলা ক্ষেতমজুর ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও লাল মিয়া।প্রধান অতিথি রোম বলেন,করোনা ভাইরাসে জনজীবন থমকে গেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন ভাবে বেড়েছে। দ্রুত রেশনিং এর মাধ্যমে স্বল্প মুল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে হবে।এবং দ্রুত করোনা ভাইরাসের টিকা জনগণের মাঝে প্রদানের দাবী জানান।সেই সাথে প্রকৃত ভুমিহীন দের মধ্যে খাস জমি বরাদ্দের দাবী জানান।
আব্দুর রাজ্জাক ব্রিগেড এর উদ্যোগে গাবতলী উপজেলায় মাস্ক ও সাবান বিতরন
0
25