নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে গত রোববার (১৭ সেপ্টেম্বর) বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেলের কাছে এই মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, এ আসনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও তারা মনোনয়নপত্র জমা দেননি।
এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১৭ জন নেতা। সকল জল্পনা-কল্পনা শেষে আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পান বড়াইগ্রাম উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যান। এতে আসনটি শূন্য হয়। শূন্য হওয়া আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।