নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা শাখার উদ্যেগে এক মানববন্ধন নিউমার্কেট চত্ত্বরে অদ্য ১৮মে, ২০২১ ইং তারিখে বিকাল ৪ টায় বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় ও সভাপতি কায়সার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময়ে নেতৃবৃন্দ বলেন, ইসরায়েল ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনিদের ওপর বিরামহীনভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। প্রতিদিনই কোন না কোন ফিলিস্তিনি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে,তাদের ভিটেমাটি এবং ফসলের জমি জোরদখল করছে।যেসব ফিলিস্তিনি ভিটেমাটিতে আছেন,তাদের বসতবাড়ির চারিদিকে উঁচু দেয়াল তৈরি করে সেগুলোকে একপ্রকার বন্দীশালায় পরিণত করেছে। বিশ্বের অন্যান্য দেশগুলো যখন পরিবারপরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন,ফিলিস্তিনিরা তখন আগ্রাসী ইসরায়েলের কামান আর বিমান হতে বোমাবৃষ্টির ভয়ে প্রাণ নিয়ে এদিকসেদিক দৌড়াচ্ছে – নতুবা মৃত স্বজনদের লাশ দাফন কিংবা বোমা গুলিতে ক্ষতবিক্ষত স্বজনদের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন।হামাসের কিছু সশস্ত্র যোদ্ধা ছাড়া নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের আগ্রাসনে ১৬০ টি জঙ্গি বিমানের পাশাপাশি অত্যাধুনিক ট্যাংক- কামান-ড্রোন- গানবোট থেকে বোমা- গোলা- ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।ইসরায়েলের আগ্রাসনের আশ্রয়-প্রশ্রয়দাতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনকে আত্নরক্ষার অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন মুসলিম উম্মাহর নেতারাও তখন ইসরাইলি প্রভুদের খুশি রাখতে মুখে কুলুপ এঁটে বসে আছেন।দখলদার ইসরায়েলের সাম্প্রতিক অভিযান সন্ত্রাসী কর্মকাণ্ডব্যতীত কিছুই নয়।বক্তারা বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের আক্রমণকে আইন ও মানবাধিকারের চরম লংঘন আখ্যায়িত করে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন আহবান করে সংকট নিরসনের জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ইন্দ্র কুমার নাথ,সদস্য শিবু দাশ,ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল, যুবমৈত্রী চট্টগ্রাম জেলা সহসভাপতি আবুল মনসুর, যুবমৈত্রী চট্টগ্রাম জেলা সহ-সভাপতি অরণ্য অনিমেষ, যুবনেতা শিবলী সাদিক, সম্পদ রায়, প্রকাশ শিকদার,সন্জয় দেব সুজন, সাইফুদ্দিন সুজন,ইউনুস ফয়সাল,সাইমুনুর রশিদ প্রমূখ।