আজ ১০ সেপ্টেম্বর রবিবার বিকাল ০৪ টায় উজিরপুর মহিলা কলেজ মাঠে বড়াকোঠা ইউনিয়ন বর্ধিত সভা ওয়ার্কার্স পার্টির বড়াকোঠা ইউনিয়ন কমিটির সভাপতি কমরেড রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন। বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা কমিটির সদস্য কমরেড জাহিদ হোসেন খান ফারুক, বড়াকোঠা ইউনিয়ন কমিটির সদস্য কমরেড হাফিজুর রহমান ফকির, সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের কর্মীসভা সুশৃঙ্খল ভাবে সফল করার মধ্যে দিয়ে ওয়ার্কার্স পার্টির চলমান লড়াই এগিয়ে নিতে হবে।সাংবিধানিক ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখার সংগ্রাম জোরদার করার আহবান জানান।