Site icon নতুন কথা

উন্নত চিকিৎসার জন্য ফজলে হোসেন বাদশা’কে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর

বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি করোনা আক্রান্ত হয়ে আজ সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন পর্যায়ের ‘ক্লিনিক্যাল টেষ্ট’ চলছিল। রাজশাহীতে গঠিত মেডিক্যাল বোর্ড কমরেড বাদশার আরো ভালো চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলে প্রধানমন্ত্রির কার্যালয়ের তত্বাবধানে কমরেড বাদশাকে বাংলাদেশ বিমান বাহীনির হেলিকপ্টার যোগে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘কভিড বিভাগে’ আনা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তাঁর অক্সিজেন সেচুরেশন মাত্রা এখনও স্বাভাবিক আছে। পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে সংবাদটি নিশ্চিত করেছে। এদিকে কমরেড ফজলে হোসেন বাদশার চিকিৎসার বিষয়ে সার্বক্ষনিক যোগাযোগও চিকিৎসার জন্য পার্টি সভাপতি কমরেড রাশেদ খান মেননকে প্রধান করে ও পলিটব্যুরোর সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পলিটব্যুরো স্বার্বক্ষণিক কমরেড বাদশার স¦াস্থগত অবস্থার খোঁজ রাখছে। উল্লেখ্য যে গত ৮ এপ্রিল সকালে কমরেড বাদশা তাঁর দ্বিতীয় ডোজকরোনা ভ্যাকসিন গ্রহন করেছিলেন। ভ্যাকসিন গ্রহনের পর তাঁর সামান্য জ্বর অনুভুত হয়েছিল। গতকাল ১৪ এপ্রিল করোনা পরিক্ষায় নিশ্চিত হয় যে, তিনি করোনা আক্রান্ত।

Exit mobile version