নিজস্ব প্রতিবেদক : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। সোমবার দেয়া এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন, এমপি ইসরাফিল আলম ছিলেন একজন জনবান্ধব নেতা। তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার এলাকার জঙ্গিবাদ মোকাবিলায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের জন্য সারাজীবন তিনি যা করেছেন তার প্রতিদান দেয়া কখনও সম্ভব নয়। তার মৃত্যুতে দেশ একজন বিচক্ষণ রাজনীতিবিদকে হারালো। এ ক্ষতি অপূরণীয়।
শোকবার্তায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি এমপি ইসরাফিল আলমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, সোমবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম। ১৯৬৬ সালে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।