ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডকে নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী ব্যাক্তি বর্গ।ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে রোগীর বাড়িতে গিয়ে করোনা সংক্রমনে আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী সংগঠন “ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড” কে নগদ ১৫ হাজার টাক দিয়ে পাশেঁ দাড়িয়েছেন বিজয়নগরের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আইনুল ইসলাম ও কৃপা শংকর চৌধুরী টিপু। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিজয়নগরের আরেক তরুন ব্যাবসায়ী দিয়েছেন নগদ ১০ হাজার টাকা।
ওস্তাদ আলাউদ্দিন খাঁ”ব্রিগেডকে নগদ অর্থ দিয়েছেন বিজয়নগরের তিন ব্যবসায়ী
0
25
গতকাল রোববার রাতে বুধন্তীতে আলহাজ্ব আইনুল ইসলামের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ব্রিগেড তদারক কমিটির সদস্য কমরেড দীপক চৌধুরী বাপ্পীর নিকট নগদ অর্থ প্রদান করেন।
এদিকে গত রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রিগেড’র বিনামূল্যে অক্সিজেন সেবা ও রেজিষ্ট্রেশন কার্যক্রমও অব্যাহত রয়েছে।এর মধ্যো সদর হাসপাতালের আইসেলশন ও করোনা ওয়ার্ডে মুমুর্ষ করোনাক্রান্ত আট রোগীকে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে।
এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক শহরের কুমারশীল মোড়ের দুই ব্যাবসায়ী ব্রিগেড’র আহ্বায়ক অ্যাড.মো.নাসির মিয়ার নিকট নগদ দুই হাজার টাকা প্রদান করেন।