Wednesday,4,December,2024
27 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeজাতীয়ওয়ার্কার্স পার্টির মাস্ক বিতরণ অব্যাহত

ওয়ার্কার্স পার্টির মাস্ক বিতরণ অব্যাহত


নিজস্ব প্রতিবেদক :
 রাজশাহীতে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে মাস্ক বিতরণ করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। রোববার নগরীর বিনোদপুর এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করেছে দলটির নেতৃবৃন্দ।

মাস্ক বিতরণের সময় ওয়ার্কার্স পার্টির নগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বলেন, করোনার এ সংকটময় সময়ে মানুষকে সচেতন করার লক্ষে আমরা মাস্ক বিতরণ করছি। নিজেদের দায়িত্ব ও কর্তব্যের যায়গা থেকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।

এসময় উপস্থিত ছিলেন, নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, নগর কমিটির সদস্য আবদুর রাজ্জাক, শাহিনুর বেগম, মতিহার থানার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ মতিহার থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের শুরু থেকে সচেতনামূলক কার্যাক্রম চালিয়ে যাচ্ছে ওয়ার্কার্স পার্টি। নগরজুড়ে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য বিতরণ করেছে। সবশেষ রাজশাহী নগরীতে ৩০ হাজার মাস্ক বিতরণ করছে।

সর্বশেষ