নতুন কথা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জাতীয় শ্রমিক ফেডারেশন এর সভাপতি কামরূল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, রাসায়নিক পণ্যের কন্টেইনার আলাদা রাখার ব্যাবস্থা থাকার কথা; কিন্ত কত রাসায়নিক কন্টেইনার সেখানে মজুদ ছিল তা কেউ বলছেনা। অগ্নিকান্ডের পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ হলো অথচ সেখানে কোন নিরাপত্তা ব্যাবস্থা ছিলনা। এমনকি পাশর্^বর্তি এলাকার ফায়ার সার্ভিস ষ্টেশনেও রাসায়নিকের গুদামজাত করনের কোন তথ্য ছিলনা। এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ৯জন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিও রয়েছেন। উদ্ধার কাজে নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তার পা হারাতে হয়েছে। প্রায় চার শতাধিক শ্রমিক মারাত্বকভাবে আহত হয়েছেন। এক্ষেত্রে আবারো শ্রমিকের নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতের বিষয়ে চরম গাফিলতির প্রত্যক্ষ প্রমান হলো।
নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত পরিদর্শন কর্মকর্তাদের জবাবদিহিতার মধ্যে এনে দায়ি ব্যাক্তিদের বিচারের সম্মুক্ষিন করতে হবে। নেতৃদ্বয় নিহতদের পরিবারকে পর্যাপ্ত নগদ সাহায্য এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান। এবং একই সাথে অগ্নিকান্ড ও বিস্ফোরণ ঘটনার সুষ্ঠ তদন্ত করে জাতির সম্মুখে প্রকাশ করার আহ্বান জানান। নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারের কাজে নিয়োজিত হয়েছেন।