খুলনা অফিস : উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত, তে’ভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কমরেড অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে রবিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির উদ্যোগে কমরেড অমল সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং ১ মিনিট দাঁড়িয়ে নীবরতা পালন করে স্মরণানুষ্ঠান আরম্ভ করা হয়।
স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। পার্টির মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু। স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑপার্টির জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড মনির হোসেন, কমরেড অজয় দে, যুব মৈত্রীর জেলা নেতা কৃষ্ণ কান্তি ঘোষ, সাবেক ছাত্র মৈত্রীর নেতা নাজমুল রাকিব উজ্জ্বল, মীর মানিক প্রমুখ নেতৃবৃন্দ। অপর দিকে আজ একই দিনে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের দীর্ঘ সময়ের সফল মুখ্যমন্ত্রী প্রখ্যাত কমিউনিস্ট নেতা প্রয়াত কমরেড জ্যোতি বসুর মৃত্যুবাষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।