Site icon নতুন কথা

কমরেড কাবুল ছিলেন বিভক্তির রাজনীতির বিপরীতে মানবদেয়াল

মোস্তাফিজুর রহমান কাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

নতুন কথা প্রতিবেদন: যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের অগ্রনায়ক ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান কাবুল। বিভক্তির রাজনীতির বিপরীতে মানবদেয়াল হিসেবে আবির্ভূত হয়ে যশোরে ওয়ার্কার্স পার্টির ভাঙন রোধ করেছিলেন তিনি। উচ্চ শিক্ষিত ও সরকারি চাকরি করেও শোষিত ও বঞ্চিত মানুষের স্বার্থে শ্রমিক নেতা হিসেবে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। নির্যাতিত মানুষের মুক্তির লক্ষ্যে কয়েকবার কারাভোগ করেন এ রাজনৈতিক ব্যক্তিত্ব। এমন গুণীজনের মহৎ কর্মগুলো আজীবন যশোরের মানুষ স্মরণ করবে।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য, শ্রমিক নেতা, কলামিস্ট ও যশোর ইনস্টিটিউটের সাবেক লাইব্রেরি সম্পাদক মোস্তাফিজুর রহমান কাবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সোমবার বিকেল চারটায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় ভার্চ্যুয়ালি যোগদান করে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, দেশের রাজনীতিতে কাবুলের অবদান অনস্বীকার্য। বিভিন্ন ষড়যন্ত্রে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা যখন দ্বিধাবিভক্ত, তখন মোস্তাফিজুর রহমান কাবুল ঐক্য ধরে রাখতে প্রশসংনীয় অবদান রেখেছিলেন। তার রাজনৈতিক শিক্ষা নিয়ে বর্তমান ছাত্রসমাজ আগামীতে দেশের রাজনীতিতে সুষ্ঠুধারা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্মরণসভায় মোস্তাফিজুর রহমান কাবুলের জীবদ্দশায় রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রতিজ্ঞা করেন উপস্থিত নেতাকর্মীরা।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় মোস্তাফিজুর রহমান কাবুলের জীবনস্মৃতি নিয়ে আলোচনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মজনু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, মোস্তাফিজুর রহমান কাবুলের সহধর্মিণী শাহিনা খানম, যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি অনুপ কুমার পিন্টু, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সরকার, কৃষক সমিতির নেতা আব্দুল মাজেদ, শ্রমিক ফেডারেশনের নেতা শামীম বিশ্বাস, জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামল শর্মা, সাধারণ সম্পাদক অরুপ মৈত্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা ইউনুস তালুকদার।

Exit mobile version