ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলেbহোসেন বাদশা এমপি দ্রত সুস্থ্য হয়ে উঠছেন। আজ সকাল ১০:৩০ টায় তাঁর সাথে হাসপাতালে দেখা করে পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান একথা জানিয়েছেন। এ সময় তার সাথে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য কমরেড তাপস কুমার রায় উপস্থিত ছিলেন। কমরেড বাদশার স্বাস্থ্যগত সকল প্যারামিটার স্বাভাবিক হয়ে আসছে। আগামী দু’তিনদিনের মধ্যে পুনরায় কমরেড বাদশার করোনা পরিক্ষা করা হবে। এবং তার ভিত্তিতে চিকিৎসকগন পরবর্তি সিদ্ধান্ত জানাবেন।