24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,037,947
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on March 21, 2023 9:05 AM
Homeসম্পাদকীয়শোক কথাকমরেড সিরাজুল হক-এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

কমরেড সিরাজুল হক-এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদকমন্ডলির সদস্য কমরেড সিরাজুল হক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা কলেজের ছাত্র মৈত্রী নেতা হিসাবে বিপুল ভোটে জয়ী হয়ে ভিপি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১৩ বছর কৃষি ব্যাংকে কর্মরত অবস্থায় ঘুষ, দুর্নীতি এবং আঞ্চলিক ব্যবস্থাপনার বিরুদ্ধে কৃষি ব্যাংক এ্যাম্পইজ ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রাম আন্দোলন করেছেন। তিনি আনসার ভিডিপি ব্যাংকের আঞ্চলিক শাখার ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতিকালে অবসরপ্রাপ্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিন স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি ও চুয়াডাঙ্গা জেলা কেন্দ্রীয় ইনচার্জ আনিসুর রহমান মল্লিক গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

সর্বশেষ