আন্তার্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনার ছোবল বেড়েই চলছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া জুড়ে চলছে এখন এই মরন ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আমাদের পাশ্ববর্তী দেশ ভারত। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি এখন পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লাখের কিছু বেশি। রোজই ভয়াবহ আকার নিচ্ছে মারণ ভাইরাস। করোনার ছোবলে প্রাণ কাড়ছে অনেকের। বৃহস্পতিবার ২২ এপ্রিল করোনার ছোবলে বড় ছেলেকে হারালেন সিপিআই(এম)- এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইয়েচুরির বড় ছেলে আশিষ ইয়েচুরির। পেশায় সাংবাদিক আশিস গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ছেলের মৃত্যুর খবর এদিন টুইট করে জানান ইয়েচুরি। টুইটারে ইয়েচুরি লিখেছেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার বড় ছেলেকে হারালাম। সকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আশিসের। যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ। সমস্ত ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ পাশে থাকার জন্য।’
এদিকে,অতীতের সব রেকর্ড ভেঙেছে দেশটি। ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা এবার ৩ লাখের গণ্ডি পার করল। রীতিমতো ভয়াবহ পরিস্থিতি ভারতজুড়ে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। দৈনিক আক্রান্তের নিরিখে যা এখনও সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়িয়েছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ১০৪ জন। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৪১ জন।