Wednesday,4,December,2024
22 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeজাতীয়করোনা ভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

করোনা ভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

নতুন কথা প্রতিবেদন: করোনা ভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার বিকালে তিনি টিকার প্রথম ডোজ গ্রহন করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও এদিন টিকা গ্রহন করেন বলে প্রেস সচিব জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমের যাত্রা শুরু হয়। দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে।

ইতোমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি ও মন্ত্রীরাসহ সারাদেশে প্রায় লক্ষাধীক মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন নিয়েছেন।

সর্বশেষ