চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ দুপুর ১টায় বাংলাদেশ যুব মৈত্রী খাগড়াছড়ি জেলা কর্মী সভা শহরের স্থানীয় প্যারাছড়া,বে-গোবা রেষ্টুরেন্টে আপন মার্মার সভাপতিত্ব এ অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি কায়সার আলম।
সভায় কলিন্স বলেন দেশের যুব সমাজকে বেকারত্ব,বৈষম্য,দুর্নীতি,সাম্প্রদায়িকতা ও মাদকের বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিতে হবে।তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি রুখে দিতে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটকে এখনি রুখে দিতে হবে।সরকারকে অননিবিলম্বে ন্যয্যমুল্যে জনগনকে নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয়ের ব্যবস্থা করতে হবে।সভা শেষে আপন মার্মা আহবায়ক,যথাক্রমে উমংচিং মার্মা ও পাইশাই মার্মাকে যুগ্ন আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সন্মেলন করে পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করবে।