নতুন কথা ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির উদ্যোগে খালিশপুরে করোনাকলীন কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে দুধ-সেমাই-চিনি-চাল বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণপূর্ব স্বাস্থ্যবিধি অনুসরণ করেন মঙ্গলবার (১১ মে) বিকেল সাড়ে ৪টয় দূর্যোগেপূর্ন আবহাওয়ার মধ্যে প্লাটিনাম এম্পেøাইজ ইউনিয়ন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান। সভার প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু। বিশেষ অতিথি ছিলেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম ও জাথীয় শ্রমিক ফেডারেশন, খুলনা জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু। বক্তৃতা করেনÑশ্রমিক নেতা জালাল গাজী, নারী নেত্রী লাকী বেগম, ছাত্র নেতা নাজমুল হোসেন বাবু প্রমুখ।