বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটি কর্তৃক প্রকাশিত “রুখো আমেরিকা রুখো বিএনপি-জামাত” শীর্ষক লিফলেটটি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পার্টির খুলনা মহানগর কমিটি ও খানজাহান আলী থানা কমিটির যৌথ উদ্যোগে শিরোমণি বাজারে বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা, থানা কমিটির নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের থানা সভাপতি শ্রমিক নেতা আমিরুল সর্দ্দার, ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড বাবুল আক্তার, কমরেড ফারুক মাস্টার, যুব মৈত্রীর নেতা মোঃ শামীম বিশ্বাস মাসুম, শ্রমিক নেতা ইদ্রিস শেখ, আনোয়ার, ওবায়দুর, জিয়াউল প্রমুখ নেতৃবৃন্দ।