Friday,6,December,2024
26 C
Dhaka
Friday, December 6, 2024
Homeসারাদেশখুলনায় কমরেড অমল সেন স্মরণ

খুলনায় কমরেড অমল সেন স্মরণ

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তে-ভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বামপন্থী আদর্শের বাতিঘর, কিংবদন্তী বিপ্লবী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেনের ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এড.মিনা মিজানুর রহমান, পার্টির খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ উল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এড.কামরূল হোসেন জোয়ারদার,যুব নেতা কৃষ্ণকান্তি ঘোষ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা জেলা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ