ঊষার আলো ডেস্ক : মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতার লক্ষ্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, করোনা প্রতিরোধ ব্রিগেড কমিটি, খুলনা মহানগরের উদ্যোগে মঙ্গলবার (১৩ জুলাই) নগরীর ৩০ ও ৩১ নং ওয়ার্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত থাকেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ উল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা সভাপতি শ্রমিকনেতা মনির আহমেদ, লবনচোরা থানা এ এস আই শাহাবুদ্দিন। আরো উপস্থিত থাকেন মোঃ কবির, আসাদুজ্জামান সোহাগ, মিজানুর রহমান মনির, নারীনেত্রী আসমা খান, যুব মৈত্রীর নেতা শিহাব, শাকিব, ছাত্রমৈত্রীর সাবেক জেলা নেতা এস এম সজল প্রমূখ নেতৃবৃন্দ।
এছাড়া কর্মসূচিতে যোগ দিতে নগরীর ধর্মসভা মোড় থেকে মোটরসাইকেলযোগে হ্যান্ড মাইকে জনসচেতনতা লক্ষ্যে প্রচার করা হয়।