Monday,2,December,2024
19 C
Dhaka
Monday, December 2, 2024
Homeজাতীয়গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না -ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর...

গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না -ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিবৃতি

গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না। প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আজ ২৬ আগস্ট ২০২৪ পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতি প্রদান করে- গণঅভ্যূত্থানের আকাঙ্খার সরকার ডঃ ইউনুস দু’সপ্তাহ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার মনোভাব এবং একটি রোড ম্যাপের কথা বলেছেন, যা নির্ধারিত ভাবেই বলা যায় এটি জনআকাঙ্খা। এই অস্থির সময়ে তিনি জনগণের সহযোগিতা কামনা করেছেন। জনগণ ও রাজনৈতিক দলসমূহ তাকে সহযোগিতা দিয়ে চলেছে। কিন্তু সমস্যা হচ্ছে স্কুল, কলেজে প্রতিপক্ষের পদত্যাগ চাপ, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, কলখারখানা থেকে খেলার মাঠ পর্যন্ত বিশৃঙ্খলা পরিস্থিতি জটিল করে তুলছে। আদালত প্রাঙ্গনে অভিযুক্ত ব্যক্তিদের ওপর শারীরিক আক্রমণ, ভিত্তিহীন শত শত মামলা দায়ের বিচার ব্যবস্থার ওপর অনাস্থা তৈরী করছে। যার শান্তির পথকে বিঘ্নিত করছে। পুলিশ প্রশাসনে কাজ পুলিশ দিয়ে করার নিশ্চয়তা তৈরী করতে হবে।
পলিটব্যুরো আরোও মনে করে, বিগত সরকার সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা তৈরী করতে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন না করার ফলে জনগণের মধ্যে নির্বাচনী আকাঙ্খাটি প্রধান হয়ে উঠেছে এবং গণতন্ত্রের ধারা রচনা করতে হলে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই। গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এবং সংস্কার একটি পরিপূরক বিষয়। নির্বাচিত সরকারই পারে একটি রাজনৈতিক লক্ষ্য তৈরী করে দেশকে এগিয়ে নিতে। বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি এদেশের প্রবীণ নেতা সকল গণতান্ত্রিক সংগ্রামের জননেতা রাশেদ খান মেননের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।
জন্মাষ্টমীর শুভেচ্ছা
জন্মাষ্টমীর এই দিনে সনাতন ধর্মের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো বলেছে, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য, মানবিক সমাজ বিনির্মাণে এদেশের সনাতনধর্মী সংখ্যালঘুরা জাতীয় ঐক্যে ভূমিকা রেখে চলেছেন। সকল ধর্মের মূল সুর মানবিকতা। সেই বানী আমরা স্মরণ রাখবো।

সর্বশেষ