36 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,038,708
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on May 29, 2023 6:00 PM
Homeজাতীয়গ্যাসের মূল্য বৃদ্ধি ‘মরার উপর খাঁড়ার ঘা’        ---ওয়ার্কার্স পার্টি

গ্যাসের মূল্য বৃদ্ধি ‘মরার উপর খাঁড়ার ঘা’        —ওয়ার্কার্স পার্টি

নতুন কথা ডেস্ক: ভোজ্য তেল, চাল,আটার মত খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন উর্দ্ধগতির ফলে  যখন জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে তখন গৃহস্থলী গ্যাসের মূল্যবৃদ্ধি ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে অভিমত ব্যক্ত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা। আজ এক বিবৃতিতে তাঁরা বলেন, দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের দাম কমানো সম্ভব। করোনার অভিঘাত শেষে মুল্যষ্ফিতির চাপে মানুষ নানা সংকটে আছে; সাধারণ মানুষের আয় বাড়েনি। তার ওপর গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন আর্থিক ব্যয়ের বোঝা চাপাবে। এটা জনগণ মেনে নিতে পারে না। বিবৃতিতে নেতৃবৃন্দ, গ্যাস খাতে অপচয় ও দুনীতি বন্ধ করা দাবি জানান। তাঁরা  নতুন দাম প্রত্যাহরেরও দাবি জানান।

সর্বশেষ