চট্টগ্রাম ডেস্কঃ অধিকার আদায়ে রাজপথের লড়াই সংগ্রামের প্রতীক বাংলাদেশ যুব মৈত্রীর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংস্থ পার্টি অফিসে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়।জেলা যুব মৈত্রীর সহ সাধার সম্পাদক ইঞ্জিঃ আবদুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ডাঃ মহসিন,অরণ্য অনিমেশ ও আবুল মনসুর।আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি সম্পদ রায় ও নগর ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার ।
সভায় জেলা যুব মৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি কায়সার আলম অনলাইনে যুক্ত হয়ে বলেন, সরকার ঘোষিত দরিদ্র মানুষের জন্য নগদ সহায়তা এখনো অধিকাংশ মানুষের কাছে পৌঁছয়নি।অসম্পূর্ণ , ধনী ও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তালিকা তৈরীর মাধ্যমে সরকারি নগদ সাহায্য এক শ্রেণীর রাজনৈতিক নেতারা লুটেরায় পরিণত হয়েছে।তিনি আরো বলেন , করোনা মহামারি লক্ষ লক্ষ যুবককে কর্মহীন করেছে।তাদের বেকার ভাতা ও কর্মসংস্হানের ব্যবস্থা করার জন্য সরকারের নিকট দাবি জানান।
আলোচনা সভা শেষে নগরীর নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কোতওয়ালি এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ১০০০ মাস্ক বিতরণ করা হয়।