36 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,038,708
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on May 29, 2023 6:00 PM
Homeরাজনীতিচট্টগ্রামে শহীদ ফারুক ব্রিগেডের উদ্যোগে ধারাবাহিক মাস্ক বিতরণ কার্যক্রম পালিত

চট্টগ্রামে শহীদ ফারুক ব্রিগেডের উদ্যোগে ধারাবাহিক মাস্ক বিতরণ কার্যক্রম পালিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ শহীদ ফারুক ব্রিগেড চট্টগ্রূমের উদ্যোগে নগরব্যাপী ধারাবাহিক মাস্ক বিতরণ কার্যক্রম পালনের অংশ হিসেবে অদ্য বিকেল ০৪ঃ০০ ঘটিকায় নগরীর অভয় মিত্র ঘাট, পাথরঘাটা, ফশারিঘাট এলাকায় মাস্ক বিতরণ ও সচেতনতা বৃদ্ধির কর্মসূচি পালিত হয়।এসময় উপস্থিত ছিলেন শহীদ ফারুক ব্রিগেডের আহ্বায়ক ফারুক আহমেদ রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ শাহজাদা, ব্রিগেড সদস্য সাইফুদ্দিন সুজন, দোলন পাল, সঞ্জয় দেব সুজন প্রমূখ।

 
মাস্ক বিতরণ কালে ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন দেশে করোনা সংক্রমন কমতে শুরু করলেও আমাদের সচেতন থাকতে হবে। জনগণ ও সরকারের উদাসিনতায় আবারো করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে শতভাগ শিক্ষার্থীকে এবং শ্রমজীবী মানুষকে দ্রত সময়ের মধ্যে টিকার আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহনের বিকল্প নেই উল্লেখ করে জনসাধারণকে টিকা গ্রহণ ও নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয় সমাবেশের পক্ষ থেকে।

সর্বশেষ