রবিবার,১৬,নভেম্বর,২০২৫
28 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
প্রচ্ছদজাতীয়জাকসু নির্বাচন- ফল প্রকাশে বিলম্ব, রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাকসু নির্বাচন- ফল প্রকাশে বিলম্ব, রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায়। তবে ভোট শেষ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা শুরু করতে পেরেছে নির্বাচন কমিশন। আর ফলাফল কখন প্রকাশ হবে তাও সুস্পষ্ট কিছু জানাতে পারেনি নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ।

সুত্র জানায়,  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া গণনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত কেবল হল সংসদের ভোটগণনা শেষ করা সম্ভব হয়। এতে ভোট গণনায় অস্বাভাবিক বিলম্ব দেখে নির্বাচনের বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য জোটসহ বেশ কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা শুরু হয়েছে। প্রথম ধাপে নয়টি হলের ভোট গণনা হয়। হলগুলো হচ্ছে: বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, শহীদ সালাম-বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহীদ রফিক-জব্বার হল, তারামন বিবি হল ও জাহানারা ইমাম হল। 

জাকসু নির্বাচন কমিশনার রেজোয়ানা করিম স্নিগ্ধা এ তথ্য জানান। এর আগে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করেন, বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক তারেক জিয়ার সঙ্গে অনলাইনে বৈঠক করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

এদিকে ফলাফল প্রকাশে নির্দিষ্ট সময় দাবি করে সিনেট ভবনের সামনে বিক্ষোভ করেন শিবির সমর্থিত প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। পরে তারা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণের দাবি জানান।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ জানান, প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সময় জানাবে।

শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেন, “আমরা নির্দিষ্ট সময় চাই সেটা মেশিনে বা হাতে গণনা যেভাবেই হোক না কেন। তবে আজ রাতের মধ্যেই শেষ করতে হবে।” একই দাবি তোলে শিক্ষার্থী ঐক্য জোটের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল।

অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, “হল সংসদের ভোট হাতে গোনা হয়েছে। এখন যদি কেন্দ্রীয় সংসদের ভোট মেশিনে গোনা হয় তাহলে দুইভাবে ফলাফল তৈরি হবে। তাই এটাও হাতে গোনা উচিত।” তিনি আজ রাতের মধ্যেই ফল প্রকাশের জন্য অতিরিক্ত টেবিল ও জনবল বাড়ানোর দাবি জানান।

বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জাকসু নির্বাচনে ফলাফল প্রকাশে বিলম্ব ও অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, তিনি অভিযোগ করেন, “৮ হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। বিএনপিপন্থী কিছু শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন, যা দুঃখজনক। প্রশাসন যদি গণতান্ত্রিক মতামত উপেক্ষা করে, শিক্ষার্থীরা তা মেনে নেবে না।” প্রতিবেশী দেশকে হুঁশিয়ার করে সিবগাতুল্লাহ আরও বলেন, “আপনাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।

প্রতিবেশী দেশকে হুঁশিয়ার করে সিবগাতুল্লাহ আরও বলেন, “আপনাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।

সর্বশেষ