Wednesday,4,December,2024
27 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeসম্পাদকীয়শোক কথাডিমলার কৃষক নেতা মোজাম্মেল হক গাজী আর নেই

ডিমলার কৃষক নেতা মোজাম্মেল হক গাজী আর নেই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলা খেতমজুর ইউনিয়ন সভাপতি,ডিমলার কৃষক আন্দোলনের সামনের সারির সংগঠক ওয়ার্কার্স পার্টির নেতা মোজাম্মেল হক গাজী ৮ জানুয়ারি মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে মারা গেছেন।মৃত্যুকালে তার বযস ছিল ৭২ বছর।তিনি এক ছেলে,পাঁচ মেয়ে,নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বাদ যহর গ্রামের বাড়িতে প্রয়াত নেতার কফিনে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন নীলফামরী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার,সাধারণ সম্পাদক আবেদ আলীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বলেন,মোজাম্মেল হক গাজী আমৃত্যু কৃষক-খেতমজুরসহ গ্রামের গরীব মানুষের সংগ্রামে ছিলেন নিবেদিত।তার স্বপ্ন ছিল শোষণ মুক্ত,বৈষম্যহীন সমতাভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা।তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।জানাজার নামাজ শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে প্রয়াত নেতাকে সমাহিত করা হয়।তার জানাজার নামাজে উপজেলা ও গ্রামের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং  ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ  গ্রামের অসংখ্য মানুষ যোগ দেন।

প্রয়াত নেতার মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য,তিস্তা বাঁচাও,নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সভাপতি  নজরুল ইসলাম হক্কানী।তিনি  বলেন,প্রয়াত মোজাম্মে ল হক গাজীর মৃত্যু সমাজ বদলের লড়াই পরিচালনার পথে অপূরণীয় ক্ষতি হল,যা সহজে পূরণ হবার নয।তিনি প্রয়াত নেতার আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ