বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অন্তবর্তী সরকার ঘোষিত ২৫-২৬ অর্থ বছরের বাজেটে প্রতিক্রিয়া জানিয়ে পলিটব্যুরো এক বিবৃতিতে বলেন, অন্তবর্তী সরকার ক্ষমতায় থেকে যতটা বলেছে, বাজেটে সেই সকল কথার প্রতিফলন নেই। সংস্কার সরকারের প্রধান এজেন্ডা থাকলেও মূল অর্থনীতি সংস্কারের দিক নির্দেশনা বাজেটে পরিলক্ষিত হয়নি। আইএমএফ তুষ্ট নীতিতে থেকে সরতে পারেনি। এ বারের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্ধ খুবই নাম মাত্র এবং টার্গেট পপুলেশন সংখ্যাও কম। জাতীয় প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা স্বপ্নে পোলাও কোর্মা খাওয়ার মত। কারণটি হচ্ছে চলমান রাজনৈতিক প্রতিকুলতা যা আগামী দিনগুলোতে স্থিতিশীলতাই বাঁধাগ্রস্ত হবে
দরিদ্র প্রান্তিক মানুষদের স্বার্থ দেখা হয়নি আইএমএফ তুষ্ঠ নীতি থেকে সরতে পারেনি—ওয়ার্কার্স পার্টি
0
31



