Saturday,25,January,2025
17 C
Dhaka
Saturday, January 25, 2025
Homeরাজনীতিদিনাজপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ও সমাবেশ

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ও সমাবেশ

নতুন কথা ডেস্ক : ২৪ মার্চ বুধবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ডাকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ি-ঘর ভাংচুর এর প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে দিনাজপুর জেলার ওয়ার্কার্স পার্টির উদ্যোগে লাল পাতাকায় সু-সজ্জিত একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাহাদুর বাজার মোড়ে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হবিবর রহমান। জেলা কমিটির সদস্য রবিউল আউয়াল খোকা, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মোঃ আসতারুল আলম ও সভাপতি বিপ্লব চন্দ্র রায়, শ্রমিক নেতা বিমল আগারওয়াল এবং জাসদের নেতা শহিদুল ইসলাম।

বক্তারা শাল্লার ঘটনা জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান।

সর্বশেষ