Wednesday,4,December,2024
27 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeখেলাধুলাদ্বিতীয় দ্রুততম ১০ হাজার রান রোহিত শর্মার

দ্বিতীয় দ্রুততম ১০ হাজার রান রোহিত শর্মার

ওয়ানডে ক্যারিয়ারে ১০ হাজার রান হয়ে গেলো রোহিত শর্মার। আজ (মঙ্গলবার) প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক থেকে ২২ রান দূরে ছিলেন ভারতীয় ওপেনার।

লঙ্কানদের বিপক্ষে রোহিত আজ খেলেছেন ৫৩ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথেই ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে ঢুকে পড়েন তিনি।

ইনিংসের হিসেবে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ১০ হাজার রানের মালিক হলেন রোহিত। তার আগে আছেন স্বদেশি বিরাট কোহলি।

১০ হাজার রান করতে রোহিতের লেগেছে ২৪১ ইনিংস। কোহলি এই মাইলফলক ছুঁয়েছিলেন ২০৫ ইনিংসেই।

রোহিত আজ টপকে গেছেন এত দিন এ তালিকায় দুইয়ে থাকা স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে। ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে তাঁর লেগেছিল ২৫৯ ইনিংস।

সব মিলিয়ে ইতিহাসের ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন রোহিত। তার আগে ভারতের পাঁচজনের আছে এ কীর্তি। কোহলি ও শচিন ছাড়াও রোহিতের আগে ১০ হাজারের তালিকায় নাম লেখানো ভারতীয় ব্যাটার হলেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি।

সর্বশেষ