Sunday,8,December,2024
19 C
Dhaka
Sunday, December 8, 2024
Homeরাজনীতিনিত্য প্রয়োজনীয় পণ্যে ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি খুলনা ওয়ার্কার্স পার্টির

নিত্য প্রয়োজনীয় পণ্যে ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি খুলনা ওয়ার্কার্স পার্টির

নতুন কথা ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর নির্বাহী কমিটির এক যৌথ সভা  ১০ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় পার্টির কার্যালয়ে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অবিলম্বে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে, দেশে কৃষকের চাহিদামত সারসহ বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে সরবরাহ নিশ্চিত করতে হবে মর্মে সরকারের কাছে জোর দাবী জানানো হয়।

দাকোপ উপজেলার বাণীশান্তার তিন ফসলী জমিতে পশুর নদের ড্রেজিং করা মাটি ফেলার অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের আহŸান জানানো হয়। সভায় পার্টির উদ্যোগে মহান অক্টোবর বিপ্লব বার্ষিকী পালনে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় অপর এক প্রস্তাবে পার্টির কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, সাংস্কৃতিক ও নারী সংগঠনসমূহের জেলা সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরও গতিশীল করার আহŸান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, জেলা ও মহানগর সম্পাদকমÐলীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড বাবুল আখতার, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড ফারুখ মাস্টার, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ