Wednesday,13,November,2024
24 C
Dhaka
Wednesday, November 13, 2024
Homeরাজনীতিনির্বাচনে না আসলে বিএনপি ধ্বংস হয়ে যাবে: বাহাউদ্দিন নাছিম

নির্বাচনে না আসলে বিএনপি ধ্বংস হয়ে যাবে: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা কাউকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে বাধা দিব না। আমরা চাই সকলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন। যদি কোনো দল নির্বাচনে আসে আমরা তাদের স্বাগত জানাই। আর যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে বাংলার মানুষের কাছে তাদের জবাব দিতে হবে। বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘একটি দল রাজনীতির নামে বিদেশিদের কাছে ধরনা দেয়, প্রতিদিন নালিশ করে। বিদেশি প্রভুদের কাছে তারা দেশ ও দেশের মানুষের নামে মিথ্যাচার করে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। আমাদের পবিত্র সংবিধানকে তারা দ্বিখন্ডিত করতে চায়। তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রিয় বাংলাদেশের উপর আঘাত আনতে চায়।’

নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত দেশকে ৭৫এর পরে অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল। তারা জঙ্গিবাদীদের আশ্রয় দিয়েছিল এবং খুনীদের রক্ষা করার জন্য সংবিধানকে কলঙ্কিত করেছিল। তারা ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করার চেষ্টা করেছিল। সে অন্ধকার যুগ থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি মানুষের অধিকার ফিরিয়ে আনেন।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতির পিতা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি আপোস করেননি। আমরা জাতির পিতার আদর্শের সন্তান। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী রাজুউদ্দিন আহমেদ রাজু , সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব:) নজরুল ইসলাম এমপি, ডা. আনোয়ারুল আশরাফ খান এম পি, জহিরুল হক ভূঁইয়া এমপি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

সর্বশেষ