Sunday,8,December,2024
17 C
Dhaka
Sunday, December 8, 2024
Homeজাতীয়নির্বাচন নিয়ে দেশী বিদেশী যে যড়যন্ত্রই থাকুক নির্বাচন হবে---মেনন

নির্বাচন নিয়ে দেশী বিদেশী যে যড়যন্ত্রই থাকুক নির্বাচন হবে—মেনন

“বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, নির্বাচন নিয়ে দেশী বিদেশী যে যড়যন্ত্রই থাকুক নির্বাচন হবে এবং তাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি বাছাই করবে। তিনি আন্দোলনরত বিএনপি-জামাতের উদ্দেশ্যে বলেন জনগণকে সম্পৃক্ত করতে না পারায় তাদের আন্দোলনের বেলুন চুপশে গেছে। ১৪ সালের মত আগুন সন্ত্রাসই এখন তাদের ভয়াবহ। তিনি তাদের নির্বাচনে আসার আহবান জানিয়ে বলেন, জনগণের প্রতি আস্থা থাকলে নির্বাচনের মাঠেই তা যাচাই হবে”
আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকারের পর নির্বাচন সংক্রান্ত এক ব্রিফিং-এ একথা বলেন। সাক্ষাতকার সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির আহবায়ক কমরেড রাশেদ খান মেনন এমপি, সদস্য কমরেড আনিসুর রহমান, কমরেড কামরূল আহসান, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।

সর্বশেষ