বৃহস্পতিবার,৩০,নভেম্বর,২০২৩
23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,046,026
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on November 30, 2023 9:09 AM
Homeরাজনীতিনির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী ইইউসহ তিন আন্তর্জাতিক সংস্থা: ইসি

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী ইইউসহ তিন আন্তর্জাতিক সংস্থা: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন তথা ইইউসহ তিনটি আন্তর্জাতিক সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংবিধান অনুযায়ী চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে।

ইসি সচিবালয়ের পক্ষ থেকে বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে।

‘উপরোক্ত সংস্থাগুলোর মধ্যে কমনওয়েলথ আগামী ১৯ নভেম্বর তাদের প্রাক নির্বাচনি মূল্যায়ন দল (প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) নির্বাচন কমিশনের সাথে সভা করবে বলে তারিখ নির্ধারিত হয়েছে। এ ছাড়া অন্য ‍দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক নির্বাচনি মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সাথে সভা করেছে।’

সর্বশেষ