রবিবার,৭,ডিসেম্বর,২০২৫
18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
প্রচ্ছদরাজনীতিনির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে, জামায়াত আমির

নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে, জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। অতীতের অপকর্মের পরিণতি থেকে রাজনীতিবিদরা শিক্ষা নিয়ে নতুন রাজনীতি শুরু করতে পারেননি। একদল অপকর্ম-চাঁদাবাজ-দখলদারিত্ব করেছে, এখন আরেকদল অপকর্মের নতুন দায়িত্ব নিয়েছে। এখন শুনতে পাচ্ছি, এতদিন নির্বাচনের কথা বলা দল ভিন্ন সুরে কথা বলছে।’

শনিবার (৬ ডিসেম্বর) সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুপুর ১২টায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এতে সভাপতিত্ব করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনও সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। বর্গিরা চলে যাওয়ার পরও দেশের ভেতর যারা সুযোগ পেয়েছে, তারা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া বানিয়েছে, কেউ পালাতে গিয়ে খালেবিলে লুকিয়েছে, কেউ সিলেটবাসীর কাছে কলাপাতায় ধরা খেয়েছে।’ ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চানসহ আট দলের কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ