নতুন কথা রিপোর্ট : আলিম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির উদ্যোগে চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১১.৫০ মিনিট পর্যন্ত খুলনা যশোর মহাসড়কে শ্রমিকদের এক ভূখা মিছিল অনুষ্ঠিত হয়। মিলগেটে ভুখা মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহ্বায়ক শমিক নেতা আমিরুল সরদার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির সরদার, সদস্য সচিব আব্দুর রউফ মোড়ল, ওয়ার্কার্স পার্টি খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা, ইস্টার্ন জুট মিলের সিবিএ সাবেক সভাপতি শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, আলিম জুট মিলস সিবিএ সাবেক সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।