খুলনা সংবাদ দাতা:রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনার আটরা শিল্পাঞ্চলে খুলনা-যশোর মহাসড় অবরোধ কর্মসূচিতে শ্রমিকদের ওপর পুলিশী হামলা ও ব্যাপক লাঠি চার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটি। ১৯ অক্টোবর এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, পাটকল শ্রমিকদের ন্যায্য দাবির সংগ্রামে ওয়ার্কার্স পার্টি ছিল আছে এবং থাকবে। রাজপথ অবরোধ কর্মসূচীতে পুলিশ হামলা ও লাঠিচার্জ করে চরম অন্যায় করেছে। পার্টি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম