বৃহস্পতিবার,২০,নভেম্বর,২০২৫
23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েপুতিন ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চীনে অবস্থান কালে সাংহাই কোঅপারেশন...

পুতিন ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চীনে অবস্থান কালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সামিট এবং দ্বিপাক্ষিক আলোচনায় সম্ভাব্য যে সব জ্বালানি ও সামরিক চুক্তি হতে পারে।

জ্বালানি (Energy) চুক্তি সমূহ:

Power of Siberia-2 গ্যাস পাইপলাইন এর মূল্য নির্ধারণ ও অর্থায়নের বিষয় নিয়ে চুক্তি।

Power of Siberia-1 এর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা। Gazprom ও CNPC আলোচনা চালাচ্ছে যাতে ১ নম্বর পাইপলাইনের মাধ্যমে বার্ষিক ৬ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ বাড়ানো যায়, যা Gazprom-এর জন্য প্রায় ১.৫ বিলিয়ন ডলার বার্ষিক আয় আনতে পারে।

Arctic LNG-2 থেকে LNG সরবরাহ। রাশিয়ার Arctic LNG-2 প্রকল্প থেকে চীনে প্রথম LNG কার্গো পৌঁছেছে। ভবিষ্যতে এই উৎস থেকে আরও বড় পরিমাণ LNG সরবরাহ শুরু হতে পারে।

রাশিয়া‐চীন দ্বিপক্ষীয় বণিজ্যের লক্ষ্য বৃদ্ধি, বিশেষ করে কৃষি এবং জ্বালানি খাতে আরও সম্প্রসারণ ঘটাতে পারে।

সামরিক (Military) সহযোগিতা চুক্তি:

“No limits” কৌশলগত অংশীদারিত্ব। পুতিন এবং শি জিনপিং-এর মধ্যে “no limits” অংশীদারিত্ব, যা সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বয় চুক্তি।

সামরিক প্রযুক্তিগত সহযোগিতা। রাশিয়া চীনের অস্ত্র-প্রযুক্তি, বিশেষ করে মিসাইল, এয়ার ডিফেন্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষেত্রে সহযোগিতা, এবং একইসঙ্গে, চীন উচ্চ মানের উপকরণ ও উৎপাদন দক্ষতা শেয়ার করছে।

প্রশিক্ষণ ও একযোগে সামরিক মহড়া। যৌথ সামরিক মহড়া ও প্রদর্শনী এবং উভয় পক্ষের প্রতিরক্ষা সম্পর্ক সুদৃঢ় করা।

SCO সামিটের আলোচনায় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা যেমন ইতিমধ্যে আলোচ্যসূচিতে রয়েছে, সামরিক অংশীদারিত্বের ভবিষ্যৎ দিক এবং নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা হবে।

লেখক- এ আর খান আসাদ

লেখক ও গবেষক

জার্মানি থেকে

সর্বশেষ