Monday,2,December,2024
19 C
Dhaka
Monday, December 2, 2024
Homeজাতীয়প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির

দৈনিক ইত্তেফাকের ডিজিটাল রিপোর্টে ‘অনুসন্ধানে নেমেছে দুদক’ উপ-শিরোনামে ‘আওয়ামী জোটের নেতা মেননের ২৫ হাজার কোটি টাকার সম্পদ’ শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

গত ১৭ অক্টোবর ইত্তেফাকের ডিজিটাল রিপোর্টে লেখা হয়, আওয়ামী সরকারের আমলে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ক্ষমতার অপব্যবহার করে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ ‍উঠেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। এবার প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক মোস্তফা আলমগীর রতন পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, দুদকের বরাত দিয়ে যে নিউজ করা হয়েছে তা অনুসন্ধান পর্যায়ের। অথচ রিপোর্টারের রিপোর্টের ধরন অনুযায়ী পাঠক ও দেশবাসীর কাছে যে বার্তা যাচ্ছে তা হচ্ছে তিনি অবৈধ উপায়ে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন, যা কল্পনা প্রসূত ছাড়া আর কিছু নয়।

এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অনুসন্ধানের মধ্যে প্রকৃত তথ্য যা বেরিয়ে আসবে, তা চার্জশিট আকারে যখন জমা দেওয়া হবে, তখন সেই রিপোর্ট আপনারা ছাপাবেন এটাই স্বাভাবিক। তখন কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ থাকবে না।

সর্বশেষ