বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে আসন্ন ইউপি নির্বাচনকে সর্ব্বোত্র ভাবে নিরপেক্ষ ও সচ্ছভাবে অনুষ্ঠিত করার দাবী জানিয়েছেন। নির্বাচন কমিশনকে তারা বলেন, স্থানীয় সরকারের এ পর্যায়ের নির্বাচন জনগনের সবচেয়ে কাছের নির্বাচন। এখানে নিরপেক্ষতার যে কোন ব্যতয়, প্রসাশনিক হস্তক্ষেপ, অর্থ ও অস্ত্রের প্রভাব তাদের ভোট প্রদানে নিরুৎসাহিত করবে। নেতৃবৃন্দ প্রধান কমিশনারকে জনগণ যাতে সঠিক ভাবে ভোট দিতে পারে তার আহবান জানান। জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন যে, তিনি ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রসাশনের সর্বস্তরকে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন ইউপি নির্বাচনে কে বা কোন দলের চেয়ারম্যান নির্বাচিত হবে তা নির্বাচন কমিশন বা প্রাসশনের কোন বিষয় হতে পারে না। তিনি আশা প্রকাশ করেন যে, কোভিড-১৯ এর কারণে নির্বাচন কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও প্রথম ধাপের ইউপি নির্বাচন ভালো ভাবেই সম্পন্ন হবে। আলোচনায় নির্বাচন কমিশন সচিব জনাব মোঃ হুমায়ুন কবির খোন্দাকার ও যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) জনাব আবুল কাশেম উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়
0
209