নতুন কথা প্রতিবেদন ॥ বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের মাতা মোছা: ছাহেরা খাতুন আর নেই। গত ১৩ সেপ্টেম্বর সন্ধায় তিনি বরিশালের উজিপুর উপজেলায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব মৈত্রী’র কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও সাধারণ সম্পাদক তাপস দাস। এক শোক বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক প্রকাশ করেছে বরিশাল জেলা যুব মৈত্রী, উজিরপুর উপজেলা যুব মৈত্রীর নেতৃবৃন্দ।