29 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,045,602
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on September 24, 2023 10:56 PM
Homeজীবন সংগ্রামবড়াল নদী রক্ষার দাবিতে বাগাতীপাড়ায় গণস্বাক্ষর অভিযান

বড়াল নদী রক্ষার দাবিতে বাগাতীপাড়ায় গণস্বাক্ষর অভিযান

বাগাতিপাড়া সংবাদদাতা ॥ মৃতপ্রায় বড়াল নদী রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করতে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বাগাতীপাড়া উপজেলা জাতীয় কৃষক সমিতি। বাগাতিপাড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বড়াল নদীর পানি প্রবাহ ও নাব্যতা সচল করে ওই জনপদের মানুষের শুষ্ক মৌসুমে সেচ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতেই এই স্মারকলিপি প্রদান অভিযান। কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি
অধ্যক্ষ ইব্রাহিম খলিল বলেন, “এই নদীকে যদি বাঁচানো সম্ভব না হয় তাহলে অদূর ভবিষ্যতে এই অঞ্চলের মানুষ সেচ ও সুপেয় পানির অভাবে দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবে। তাই আসুন সকলের ঐক্য প্রচেষ্টায় নদীটিকে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করি”। সভায় আরো বক্তব্য রাখেন নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমরেড আব্দুল হাদি, নাটোর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও বাগাতিপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টি ও জাতীয় কৃষক সমিতির নেতৃবৃন্দ।

সর্বশেষ