Monday,2,December,2024
19 C
Dhaka
Monday, December 2, 2024
Homeজাতীয়বন্যায় ক্ষতিগ্রস্থমানুষের জন্য বিশেষ ভাবে প্রতিটি পরিবার ও ছিন্নমূল মানুষকে বিনামূল্যে দীর্ঘমেয়াদে...

বন্যায় ক্ষতিগ্রস্থমানুষের জন্য বিশেষ ভাবে প্রতিটি পরিবার ও ছিন্নমূল মানুষকে বিনামূল্যে দীর্ঘমেয়াদে খাদ্য কর্মসূচির আওতায় আনতে হবে—ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা আজ ৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০টায় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান পরিস্থিতির ওপর পলিটব্যুরোর নেতৃবৃন্দ আলোচনা করেন। সভার প্রস্তাবে বলা হয়-দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বিশেষ ভাবে প্রতিটি পরিবার ও ছিন্নমূল মানুষকে বিনামূল্যে দীর্ঘমেয়াদে খাদ্য কর্মসূচির আওতায় আনতে হবে। কৃষক-খেতমজুরদের বীজ, সার, কৃষি উপকরণ সরবরাহ করে উৎপাদনের সঙ্গে যুক্ত করতে হবে। চিকিৎসার সেবা নিশ্চিত করতে হবে। ভূমিহীন যারা বাড়িঘর হারিয়েছেন তাদের থাকার জন্য বিকল্প তাবু সরবরাহসহ স্থায়ী ভাবে টিনের ঘর সহায়তা দিতে হবে।
অপর এক প্রস্তাবে বলা হয়, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বাংলাদেশের পতাকা, জাতীয় সংগীত বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষে পরিবর্তনের আওয়াজ তুলে মিমাংসিত বিষয়কে বির্তকের জায়গায় দাঁড় না করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। বাংলাদেশের পতাকা, জাতীয় সংগীত বাংলাদেশের জাতি পরিচয়কে বিশ^ দরবারে তুলে ধরেছে।
পলিটব্যুরোর সভায় এদেশের গণমানুষের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সকল স্বৈরাচার ও সামরিক শাসক বিরোধী লড়াইয়ের নেতা, ডাকসুর সাবেক ভিপি, ওয়ার্কার্স পার্টির বিপ্লবী সভাপতি রাশেদ খান মেননকে হয়রানী হত্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী করা হয়। পাশাপাশি পার্টি সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা ও পলিটব্যুরোর সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানান ।

সর্বশেষ