Wednesday,4,December,2024
22 C
Dhaka
Wednesday, December 4, 2024
HomeUncategorizedবর্ষিয়ান জননেতা রাশেদ খান মেননকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ ছাত্র মৈত্রীর

বর্ষিয়ান জননেতা রাশেদ খান মেননকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ ছাত্র মৈত্রীর

গতকাল বিকালে বর্ষিয়ান জননেতা রাশেদ খান মেননকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী বর্ষিয়ান জননেতা কমরেড রাশেদ খান মেনন কে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ বলেন কমরেড রাশেদ খান মেনন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন বক্তব্য ও বিবৃতির মাধ্যমে এই আন্দোলনের যৌক্তিকতা ও ন্যায্যতা তুলে ধরেছেন এবং সরকারকে বারবার আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নেওয়ার আহ¦ান জানিয়েছেন। একেই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ সহ আন্দোলনরত শিক্ষার্থীদের মৃত্যুকে তিনি হত্যাকাÐ হিসেবে অভিহিত করেছিলেন। ২৪ শে জুলাই বাংলাদেশ ছাত্র মৈত্রীর কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই ধানমন্ডি এলাকায় পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক নেতা তাহির জামান প্রিয়র স্মরণ সভায় কমরেড রাশেদ খান মেনন অনলাইনে যুক্ত হয়ে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যাকাÐের বিচারের দাবি জানান। শিক্ষার্থীদের পক্ষে তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি ওই সময়ে একাধিক জাতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে।বাংলাদেশ ছাত্র মৈত্রী মনে করে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে তার স্পষ্ট অবস্থানের পরেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন মামলায় রাশেদ খান মেননের নাম যুক্ত করা হযয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাই বাংলাদেশ ছাত্র মৈত্রী অবিলম্বে সকল হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে কমরেড রাশেদ খান মেননের নাম প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।

সর্বশেষ