Wednesday,4,December,2024
27 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeজাতীয়বাঁশখালীর শ্রমিক হত্যার সুষ্টু তদন্ত ও বিচার করতে হবে ---- ওয়ার্কার্স পার্টি,...

বাঁশখালীর শ্রমিক হত্যার সুষ্টু তদন্ত ও বিচার করতে হবে —- ওয়ার্কার্স পার্টি, ঢাকা মহানগর

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর এক জরুরী সভায় চট্টগ্রাম বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সভা বলা হয়েছে, শ্রমিকদের ন্যায় সংহত দাবি দাওয়ার আলাপ আলোচনা না করে পুলিশ দিয়ে শ্রমিক হত্যার তীব্র নিন্দা করেন। এই ঘটনার সুষ্টু তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়।

আজ ১৮ এপ্রিল সকাল ১১টায় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন। সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড মোঃ তৌহিদ, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু প্রমুখ। সভায় বলা হয়, শ্রমিকদের বকেয়া বেতন, ভার্তা ও রোজার মাসের কর্মঘন্টা হ্রাস করা দাবি জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষ আলাপ আলোচনা মাধ্যমে সমাধান না করে পুলিশ ডেকে র্নিবিচারে শ্রমিক হত্যা অমার্জনীয় অপরাধ করেছেন। এই ঘটনার মধ্যে দিয়ে দেশ-বিদেশে বাংলাদেশে ভাবমুর্তি বিনষ্ট হবে। এবং বাংলাদেশ বিশ্বের দরবারে পুলিশী রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে। যা গণতান্ত্রিক সরকারের ভাবমুর্তি নষ্ট করবে। সভায় আরো বলা হয়, দ্বিতীয় পর্যায়ে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়া ও মৃত্যুর মিছিল বৃদ্ধির মধ্যেও শ্রমিকরা কঠোর লকডাউনেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উৎপাদন ব্যাবস্থা অব্যাহত রাখায় সচেষ্ট তখন ‘এস আলম গ্রপের’ মালিকানাধীন” প্রতিষ্ঠানটি নির্বিচারে শ্রমিকদের খুন করলো, এটা নির্মমতা। পুলিশের গুলিবর্ষণে নিহত শ্রমিকদের ক্ষতিপুরণ, আহতদের চিকিৎসা, গ্রেফতার হয়রানি বন্ধ এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তি দাবী করেন। শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের দাবী জানিয়েছেন।

সর্বশেষ