বুধবার,২৯,নভেম্বর,২০২৩
29 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,046,026
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on November 29, 2023 5:26 PM
Homeরাজনীতিবাঁশখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও চারজন শ্রমিক হত্যার...

বাঁশখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও চারজন শ্রমিক হত্যার নিন্দা —- জাতীয় শ্রমিক ফেডারেশন

ডেস্ক রিপোর্টঃ জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরূল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন আজ এক বিবিৃতিতে চট্টগ্রামের বাঁশখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ, চারজন শ্রমিককে হত্যা ও ৩০ জনের বেশি আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। আজ একবিবৃতিতে তারা বলেন, দ্বিতীয় পর্যায়ে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়া ও মৃত’্যর মিছিল বৃদ্ধির মধ্যেও শ্রমিকরা কঠোর লকডাউনেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উৎপাদন ব্যাবস্থা অব্যাহত রাখায় সচেষ্ট তখন ‘এসআলম গ্রæপের’মালিকানাধীন” প্রতিষ্ঠানটি নির্বিচারে শ্রমিকদের খুন করলো, এটা নির্মমতা। বিবৃতিতে তারা, পুলিশের গুলিবর্ষণে নিহত শ্রমিকদের ক্ষতিপুরণ, আহতদের চিকিৎসা, গ্রেফতার হয়রানি বন্ধ এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তি দাবী করেন। নেতৃবৃন্দ শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের দাবী জানিয়েছেন।

সর্বশেষ