Wednesday,4,December,2024
27 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeসম্পাদকীয়স্মরণার্ঘ্যবাবুগঞ্জে কমরেড হক বেপারী স্মরণে সভা 

বাবুগঞ্জে কমরেড হক বেপারী স্মরণে সভা 

নতুন কথা ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাবুগঞ্জ উপজেলার  বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হক বেপারীর শোক সভা বুধবার (৩১ মার্চ ২০২১) চর উত্তর ভূতেরদিয়া শামীম স্মৃতি পাঠাগারে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।
পার্টির ইউনিয়ন সভাপতি অধ্যাপক আবদুল হাকিমের সভাপতিত্বে স্মরণ করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ। প্রয়াত কমরেড হকের স্মৃতি চারণ করেন, তার জ্যেষ্ঠ সন্তান জালিস মাহমুদ জুয়েল।
এছারাও স্মৃতি চারন করেন,লুৎফুর কবির সবুজ,ফরিদ মোল্লা,মিজানুর রহমান খান,মামুন মোল্লা,ছাত্র নেতা মোঃসায়েম প্রমুখ।
শোক সভার আলোচনায় বক্তারা বলেন, কমরেড হক নির্লোভ নির্মোহ পার্টি অন্তপ্রাণ মানুষ ছিলেন। তিনি এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন তার মৃত্যু এ অঞ্চলে পার্টি এবং মানুষের  যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়,তিনি বেঁচে থাকবেন মানুষের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে।
উল্লেখ্য, আঘাতজনিত কারণে বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে গত ১১ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ