Saturday,25,January,2025
17 C
Dhaka
Saturday, January 25, 2025
HomeVideoDaily Newsবিজিবির অভিযানে সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক

বিজিবির অভিযানে সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া মালামাল

সিলেট প্রতিনিধি: সিলেট ও সুনামঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ৪ জানুয়ারি শনিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এ মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার, টারগেট ট্যাবলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, ও শিং মাছ জব্দ করে। পাশাপাশি চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত পিকআপ ও ট্রাক আটক করা হয়েছে। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে বছরের প্রথম দিন ১ কোটি ৪৩ লক্ষ ৯৬ হাজার ৭০০ টাকা মূল্যের চোরাই পণ্য আটক করে বিজিবি।

সর্বশেষ