নতুন কথা ডেস্ক : সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে দেশের শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, শোভাযাত্রা প্রভৃতি।