Monday,2,December,2024
19 C
Dhaka
Monday, December 2, 2024
Homeজাতীয়বিলডাকাতিয়ার জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি জাতীয় কৃষক সমিতির

বিলডাকাতিয়ার জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি জাতীয় কৃষক সমিতির

বিলডাকাতিয়ার জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি জানিয়েছে জাতীয় কৃষক সমিতির খুলনার নেতৃবৃন্দ। চলতি বেরো মৌসুমেই ধান রোপনের ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়ে কৃষক নেতারা।

সংগঠনের নেতারা এক বিবৃতিতে বলেন, বিলডাকাতিয়ারর জলাবদ্ধতায় খুলনা-যশোর ও সাতক্ষীরার প্রায় ৫ লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিলের পানি অপসারণের উদ্যোগ কার্যকর হচ্ছে না। তাই অবিলম্বে শৈলমারী-ময়ূর-হাতিয়া নদী দিয়ে পানি অপসারণ বাড়াতে হবে। বিল অভ্যন্তরের থাকা নেট-পাটাসহ সকল দখলদারদের উচ্ছেদ করতে হবে।

কৃষক সমিতির নেতারা আরো বলেন, খুলনা অঞ্চলের ৫ লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা রক্ষায় বিলের পানি অপসারণ জরুরী হয়ে পড়েছে। এই অঞ্চলের মানবিক বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।

বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায়, সাধারণ সম্পাদক সন্দীপন রায়, কৃষক নেতা আমিরুল সরদার, রেজোয়ান আলী খান, লতিফ মহলদার, গুরুদাস, সিরাজুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ